বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩
# পদ্মানদীর মাঝি (Padma Nadir Majhi) Important Information 3 “হালা ডাকাইড।"- কুবের, শীতলকে। “পয়সা নাইত দিমু কি? কাল দিমু, নিক্যস দিমু।”- শেতল বাবুর উক্তি। “ইটা কি কও খুড়া। কাইলকে এক্কেরে মাছ পড়ে নাই, কাইল না দুইশ সাতাশটা মাছ হইছিল।"- কুবের, ধনঞ্জয়কে। “জিরানের লাইগা মরস ক্যান ক দেহি? বাড়িতে গিয়া সারাডা দিন জিরাইস- কুবেরকে, আজান খুড়া। অঁই অখন দ্যান। খামুনা ? পোলাগো খাওয়ামু না?- কুবেরের উক্তি। “হ! গীত না তর মাথা”- গণেশের উদ্দেশ্যে কুবের। ধনী দরিদ্র ভদ্র-অভদ্রের পার্থক্য তার কাছে নাই, সকলের সঙ্গে তার সমান মৃদু ও মিঠা কথা।- হোসেন মিয়া সম্পর্কে। “জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ন জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায় কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়।"- এখানে জেলেপাড়ার চিত্র বর্ণিত হয়েছে। “দাবি আছে, প্রত্যাশা আছে, সুখ-দুঃখের ভাগাভাগি আছে কলহ এবং পুণর্মিলনও আছে।"-কুবের ও গণেশ তথা জেলেদের সম্পর্ক বোঝাতে। স্থানের অভাব এ জগতে নাই। তবু মাথা গুঁজিবার ঠাঁই ওদের এইটুকুই। - পদ্মাপাড়ের জেলেদের সম্পর্কে। দুদিন পর জীবন-যুদ্ধে সমস্ত জগতের সঙ্গে তাহাদের লড়াই বাধিবে তখন মধ্যস্থতা করিতে আসিবে কে ? - জেলেদের সম্পর্কে, কুবেরর মনের ভাব। “আঁধার রাইতে জমিন ফারাক কইরা থোও বোনধু কত ঘুমাইবা।”- হোসেনের গান। "না। মিছা কওনের মানুষ তুমিনা।" আজান খুড়ার উদ্দেশ্যে কুবের। “মাছ লইয়া আয়। তিনডা আনিস।"- কুবেরকে শীতল। “উহু, তামুক বিনা গায়ে সাড় লাগেনা।" -কুবেরর উক্তি। দিমুনা ? কসকি কুবির ? তরে না দিয়া যামু কই ?- সিধুর কথা। “মাইঝা কর্তার সকল সংবাদ দেহি বারস কুবের, ভুবন সার লগে মামলার কি হইল ক দেহি?- হিরু, কুবেরকে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন