বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩

..@বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় @... বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়ঃচারটি। ১। ধ্বনিতত্ত্ব (phonology) ২। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) ৩। বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) ৪। অর্থতত্ত্ব (semanlies)। ‪#‎ ধ্বনিতত্ত্বের‬আলোচ্য বিষয়ঃ ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, বর্ণ, সন্ধি, ষ-ত্ব বিধান, ণ-ত্ব বিধান প্রভৃতি। ‪#‎ শব্দতত্ত্ব‬বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়ঃ শব্দের প্রকার, পদের পরিচয়, শব্দগঠন, উপসর্গ, প্রত্যয় , বিভক্তি, লিঙ্গ, বচন, ধাতু, শব্দরূপ, কারক, সমাস, ক্রিয়া-প্রকরণ, ক্রিযারকাল, ক্রিয়ার ভাব, শব্দের ব্যুৎপত্তি। ‪#‎ বাক্যতত্ত্ব‬বা পদক্রমের আলোচ্য বিষয়ঃ বাক্য, বাক্যের অংশ, বাক্যের প্রকার, বাক্য পরিবর্তন, পদক্রম, বাগধারা, বাক্য সংকোচন, বাক্য সংযোজক, বাক্য বিয়োজক, যতিচ্ছেদ বা বিরামচিহ্ন ইত্যাদি।

1 টি মন্তব্য: